যখন আমি হারিয়ে গেছি, ভীষণ একাকিত্তে,
আঁধারে-অবসাদ মিশে গেছে মোর চিত্তে-চিত্তে||
তোকে যে খুঁজেছি বারবার হাতরিয়ে অন্ধকার
জড়িয়ে ধরে করবো বলে, একটু চিৎকার||
মোর আঁখি হতে বিষ্টি ফোঁটা ধীর হয়ে বয়,
বিষাদ মনে চেয়ে থেকে মেঘের কিনারায়||
আজ যখন একলা আমি, বসে আছি ঘরে,
তোর কথা কেন জানি বার-বার মনে পরে||
তোর সাথে ভোরের শিশির, বিষ্টি নিয়ে খেলা,
তোর সাথে গল্প করে কাটানো সারাবেলা||
তোর অল্প রাগে অভিমান, পিছন ফিরে থাকা,
আজও মোর হৃদয় কোনে স্পষ্ট আছে আঁকা||