বাংলার গৌরব শিউলির সৌরভ
                          চারিধারে,
শরতের ঢেউ দোলায় কাশবন কেউ
                           বারেবারে||
পাড়ায় পাড়ায় হইচই আর চেঁচামেচি,
এই নিয়ে চলে মা'র ঘরে তোলার প্রস্তুতি।
যারা সমাজ হতে ছিন্ন,ফুটপথে ভিন্ন
                             ওঁরা হাসে,
শুনিয়া পদধ্বনী, মায়ের আগমনী
                          স্রোতে ভাঁসে||
বিশ্বজুড়ে বাংলার ঘরে ঘরে তুমি আসো,
লয়ে সুখ, মুছে দুঃখ সবার ভালোবাসো।
তুমি আকাশে রও, বাতাস হয়ে বও
                               হে জননী,
তোমার আসার তরে হাঁসে প্রাণভরে
                                এ ধরণী||
সব কাজ ছেরে ফেরে বাঙালী আপন ঘরে,
তাই আজ প্রতীক্ষা দেখি ভুবন দ্বারে- দ্বারে||