বাঙালী, তুই আগুন জ্বালা বিদ্বেষীর বুকে,
ওরে দাবানল, জ্বলবি যখন ত্বরা করে জ্বল!
ওরে বাঙালী, তুই আগুন জ্বালা শত্রুর বুকে।
মনে নেই সেই বীর সুভাষের বজ্রসম হুঙ্কার,
ভুলে গেছিস কি তুই প্রীতিলতার সংগ্রাম?
তোরা ওঁদের প্রকাশ, ওঁদের নিদর্শন,
তোরা সময়ের ডাক, শ্রীকৃষ্ণের সুদর্শন।
তবে কেন আজ তোরা নিঃস্ব পদানত,
কেন অসহায়, বীরের রক্ত শুকিয়ে কাঠ?
তোরা জেগে ওঠ, মনে কর ভূতকাল,
পচে পড়ে থাকবি কেন হয়ে কঙ্কাল।
ওরে তোরা আবাজ উঠা, পড়ে থাকিস না আর মরে,
তোদের জাগরণ দেখবে বিশ্ব – আশা এই মোর।
নিমেষে ঘুচবে আকাল, জেগে দেখ একবার –
ঝেরে ফেলে মিথ্যাচার হিন্দু-মুসলিম কাঁটা তার।