দেশ দেশ দেশ জননী বঙ্গদেশ
কেঁদো না আর মুছব মোরা তোমার অশ্রু-ক্লেশ।
তোমার সন্তানেরা বিপথে গিয়া অযথা
দিছিল তোমারে কত যাতনা ব্যথা।
বদলে গেছে দিন বঙ্গভাবনার অনুরণন
হৃদয়মাঝারে করে ঝননরণন।
সমুখপানে বীর সুভাষ, রবীন্দ্র-বাণী
"জয় বঙ্গ, জয় বঙ্গ" কেবল এমনই ধ্বনি শুনি।