আমি বন্ধু এদেশের জনতা যে ভাই
তাই তো আমি রিক্ত হাতে, শূন্য বস্ত্রে, খালি পেটে
তোমার দুয়ারে ভিক্ষে পেতে যাই।
আমি ভিক্ষে পেতে যাই
মোরা ভিক্ষে পেতে চাই।
তুমি বন্ধু সুখে থেকো, ভালো থেকো সারা জীবন।
জানি, তুমি কঠোর, তোমার চোখের পাতায় ধূলো গুঁড়ো,
তবুও যেচে পড়ে তোমার কাছে যাই;
হাত পাততে যাই।
শুয়ে থাকি পথের ধূলোয়
বেঁচে আছি ধূম কালোয়।
তবুও তুমি সুখে থেকো ভাই
এর বেশি মোদের আর কিছুই আশা করার নাই।