এই পৃথিবী দিতে চায় মোরে অপার সুখ
কিন্তু, আমি দু'হাতে ভাঙি মোর নিজ বুক।
"শর্ত" – অতি সুন্দর, মনোরম ও সোজা
শুধু আমি তারে মনে করি ভীষণ বোঝা।
পৃথিবী বলেছে – "তুমি ভালোবাস সবারে;
এগিয়ে এসো তার কাছে, যে আছে অভাবে।"
আমার এই সহজ শর্ত পছন্দ হলো না,
"অপরের ক্ষতি করে মজা পাই – হে পৃথিবী, তুমি তা জানো না?"
ব্যথিত পৃথিবী নয়নজলে শেষে অভিশাপ দিল –
"যাও, তবে তোমার সুখের তরী আজ হতে চিরতরে ডুবল।"