তোমাদের এই শহরে বাপু
টাকা-ই স্তম্ভ গড়ে,
যার আছে অসামান্য ধন বাপু
তাকেইতো এই শহরে মানুষ বলে।


এই শহরের আমরা কেউ নইকো বাপু
সামান্য এক আগন্তুক,
তোমরাই এই শহরের বড় সাধু
তোমাদেরই সব থাকুক।


এই শহরের সবকিছুতে
তোমাদেরই অধিকার,
আমরা কেবল ভাড়ায় থাকি
খানিক করি পরোপকার।


মনে রেখো বাপু-
তোমাদের এই শহর বাদে
আমাদেরও এক শহর আছে,
সেই শহরে বিপদে পড়ে যদি কেউ
তার পাশে এসে দাঁড়ায় যে কেউ।


সেই শহরের কৃত্রিমতা হারায়না বাপু
তোমারদের এই শহরের মতো, অকৃত্রিমতার ভীড়ে।


তবে বাপু তোমাদের মতো
আমরা ওতো বড় মানুষ নইকো।