আমি পথে ঘুরি, পথেই থাকি
আমার নেইকো কোনো ভয়,
তোমরা আসমান বলো, আর জমিন বলো
সবই আমার কাছে একই,
কারণ, আমার নেই কোনো বাড়ি-ঘর
আমি যাযাবর।


আমার সামর্থ্য নেই, খাবার কিনে খাওয়ার
তাই আমার ক্ষুধার্ত পেট থাকে, ডাস্টবিনের অপেক্ষায়
কখন মানুষ ফেলবে তাতে, খাবার নষ্ট প্রায়,
কারণ, আমার নেই কোনো বাড়ি-ঘর
আমি যাযাবর।


এই পৃথিবীতে নেইকো কেউ আমার
তাই আমি মরে গেলে, কেউ আসবেনা কাদতে
পথের ধূলো-কণায় মিশে রবো, তবু কেউ দেখবেনা ধরে,
কারণ, আমার নেই কোনো বাড়ি-ঘর
আমি যাযাবর।


আমি যখন ভিক্ষা চায় তোমাদের কাছে
করো তোমরা দুরু-দুরু আমায়,
তোমরা যদি না দাও আমায়
খাবো কিভাবে? আমি যে অসহায়,
আমাকে সমাজ দেবেনা কোনো কাজ,
আমার নেইকো কোনো লাজ,
কারণ, আমার নেই কোনো বাড়ি-ঘর
আমি যাযাবর।