জানেন, আপনে যদি আজ কারোর ভালো কিংবা খারাপ কিছু করেন; তাহলে সময়ের ব্যবধানে আপনার সাথেও তেমনটাই ঘটবে ।
আপনে যদি ভেবে থাকেন, সব কর্মের ফলাফল ওপারের জন্য তোলা থাকবে, আর আপনে আপনার মতো জীবন পাড় করবেন, তাহলে ভুল ভাবছেন। সব কর্মের ফলাফল শুধু ওপারের জন্য বরাদ্দ থাকেনা, এমন অনেক কর্মের- ফলাফল এই পৃথিবীতে থেচে থাকাবস্থায় আপনার সাথে ঘটে যাবে, যা আপনে কখনো কল্পনাও করেননি।


যদি সব কর্মের ফলাফল ওপারের জন্য তুলে রাখা হতো,
তাহলে এই পৃথিবী হতে বিশ্বাস শব্দটা বিলুপ্ত হয়ে যেতো; স্রষ্টা বলে কেউ একজন যে সর্বক্ষণ দৃষ্টি দ্বারা কারো উপর নজর রাখছে, তা কেউ-ই বুঝতে পারতোনা, বিশ্বাস করতোনা।


সুতরাং এমন সব কর্ম করা প্রয়োজন, যে কর্মের কথা ভেবে নিজেকে একজন ভালো মানুষ বলে মনে হবে।