তোমার সাথে প্রথম যেদিন আমার কথা হয়েছিলো,
বিশ্বাস করো, সেদিন পৃথিবীতে বোধ হয়
আমার থেকে বেশি খুশি কেউ হয়নি।
তোমার প্রত্যেকটা কথা
আমাতে নতুন করে বাচার অনুপ্রেরণা জাগিয়েছিলো,
মনে হয়েছিলো, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও
তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবেনা।


এভাবে কথা বলতে বলতে
গভীর হতে থাকলো আমাদের সম্পর্ক,
ভালোবেসে ফেললাম একে অপরকে,
প্রতিশ্রুতি দিয়ে ছিলাম, একে অপরকে ছেড়ে না যাওয়ার।


কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো-
সেদিন না ভেবে, আজ ভাবছি
তোমার সাথে বোধ হয় সেদিন দেখা না হলেই ভালো হতো,
ভালো হতো তোমার সাথে সেদিন কথা না হলেই,
তোমার সাথে এত অনুভূতির বিনিময় না করলেই হয়তো ভালো হতো।


তাহলে আজ তোমাকে হারানোর বেদনায়
এভাবে আমার কষ্ট পেতে হতোনা,
তোমাকে হারানোর বেদনায়
আধারে আবদ্ধ চার দেয়ালে নিজেকে বন্দি রাখতাম না,
তোমাকে হারানোর বেদনায়
আমার একাকিত্ব অনুভব হতোনা,
আমার চার পাশের মানুষগুলোর থেকে নিজেকে এভাবে আড়াল করে
তোমাকে একাকিত্বে মিস করতে হতোনা।


তবে আজও চাই,
তুমি ভালো থাকো প্রিয়, সুখে থাকো-
তোমার প্রিয় মানুষটিকে নিয়ে,
যার জন্য এতদিনের ভালোবাসা প্রত্যাখান করে
চলে যেতেও বিন্দুমাত্র দ্বিধা হয়নি তোমার মনে।