আছি বসে চার দেয়ালের মাঝে
মনটা যেনো নির্জনতায় সাজে।।
দিক বিদিক ছেয়েছে যেনো অরণ্য অন্ধকার
সময়ে যেনো করছে শুধু চর্চা অনধীকার।।
আমি শুধু আমি নই যেনো অদৃশ্য ছায়া
জীবনটা যে ছাড়ছে নাকো দৃশ্যিত মোহ মায়া।।
সময়ে বেশে কত কলোরব, কত কৌতুহল
মিটে গেছে জীবন থেকে স্বতঃস্ফূর্ত রব।।
আছি কিনা আছি আমি বুঝতে যে পারছিনা
যেতেই হবে যাবই আমি মোহ তাই বাড়াচ্ছিনা।।
সময়ে হয়েছে নির্ধারণ কারণ শুধুই অকারণ
নিয়তি যে সর্ব শক্তিমান তার নেই কোনো বারণ।।