জগৎ স্বপ্নে চলছে না রে
চলছে শুধু স্বার্থে।।
পারছে নাকো বুঝতে শুধু
নিজের কুড়ুল নিজেই হানছে।।
বলছে শুধু যুদ্ধ করলেই হবে মহান
সেই যুদ্ধেই যাচ্ছে যে তার প্রিয়র পরান।।
হায় রে মহান মূর্খ!
বুঝছে শুধু নিজেরই স্বার্থ।।


এক ব্যক্তি বলেছিলো
লক্ষ পরান যখন গেলো।।
কেউ ছিল মৌন
যেমন ছিল পিতামহ।।
কেউ হাসছিলো
যেমন কৌরবরাও ছিল।।
কেউ কাদঁছিলো
যেমন পাণ্ডবরাও ছিল।।