লিখছি যে এক কবিতা
ঠিক যেমন লেখে বিধাতা।।
নিজের ভাগ্য নিজেই লিখে
যাচ্ছি প্রিয় তোমার সাথে।।


থাকবে না কেউ কষ্টে


জীবন যতো জটিল হবে
থাকবো তবু তোমার পাশে।।
ছাড়বো নাকো দুটি হাত
যতই আসুক জটিল আঘাত।।


লড়বো দুজনে


যাবো চলে তোমার সাথে
সাত সমুদ্র নদী পেরিয়ে।।
সেই পাহাড়ের নিরালয়
হবে মোদের গৃহালয়।।


থাকবো সুখে শান্তিতে


মৃত্যু ভয় নেইগো মোরা
পরলোকে গেছি জোড়া।।
বিধাতাই নিলো যে প্রাণ
স্বর্গে নিয়ে দিলো সম্মান।।


মোরা সারাজন্মের মুক্তি