রাতের গভীর আকাশে
আছে সপ্ত তারা।।
দেখতে তাদের লাগে বেস
যেনো সপ্ত ধাতুর গড়া।।
ধ্রুব যেনো তারা হয়ে
থাকে শুধু একা।।
সত্য যেমন থাকে একা
তেমনই ধ্রুব গড়া।।


স্পর্শ করে ভাঙা ঢেউ
দেহের আঙিনায়ে।।
কবিতার কথা বোঝে অনেকেই
কিন্তু কবিকে বোঝে না।।