তীব্র,প্রখর আলো বিলাতে বিলাতে, দিনশেষে সূর্যটাও ক্লান্ত হয়ে ঢলে পড়ে।
সারা রাত ধরে তারা গুনতে গুনতে,
একসময় চাঁদটাও ঘুমিয়ে পড়ে।
প্রেমিকার পথপাণে চেয়ে থাকতে থাকতে,
প্রেমিকও অবসাদগ্রস্থ হয়ে পড়ে।
শুধু ক্লান্ত হয় না সময়!
রুপ বদলায় বারবার।
কখনও রঙিন,কখনও ধূসর,কিন্তু থামে না।
অপেক্ষা করায়,
স্বামীর জন্য অপেক্ষা করতে করতে কাদম্বিনী বিধবা হলো।
সন্তান লাভের অপেক্ষায় মায়ের রজচক্র শেষ হয়ে গেলো।
অপেক্ষা করতে করতে ক্ষ্যাপা কুকুরটিও শান্ত হয়ে গেলো।
প্রিয়তমের অপেক্ষায় শঙ্খমালার যৌবন ফুরিয়ে গেলো।
অপেক্ষা করতে করতেই গ্রামের পর গ্রাম জ্বলল,
কত গুলি,গ্রেনেড ফুটলো,
নদীর জল লাল হলো আর সোনার বাংলা শ্মশান হলো।
অপেক্ষার ফল নাকি শুভ হয়?
অপেক্ষা করতে করতে শকুনের পেট ভরলো।
এত লাশ! শকুনদের অপেক্ষারই তো ফসল।
অপেক্ষারর ফল শুভ হয়!
নয় মাসের অপেক্ষার ফল এই ব্যাকাত্যাঁড়া মানচিত্র।
অপেক্ষা করুণ যন্ত্রনা এক,
তবুও অপেক্ষা করতে হয়।