ওরে ও-পাড়ার কমলা
আর গোঁসা করিস না ,
তোর প্রেমেতে দিশেহারা
আর ইতর বলিস না ।


মাথার চুল আর দাঁড়ি গোঁফে
মোর বয়স খুঁজিস না ,
মনের বয়স যায় না ধরা
তাই বুড়ো বলিস না
আর ইতর বলিস না ।


চাঁদের মতো হাসি হেসে
হৃদে ঝড় তুলিস না ,
অনেক কষ্টে বশ করেছি
আর পাগল করাস না
আর ইতর বলিস না ।


উথাল পাথাল ঢেউয়ের তোড়ে
আর নাইতে বলিস না ,
পাড়ে বসে ঢেউ গোনে যাই
তাই ডুবতে বলিস না
আর ইতর বলিস না ।


ভয় ভেঙেছে ভীমরতির
আর দোলায় দুলাস না ,
নাচের তালে বেতাল হলে
আর নালিশ করিস না
আর ইতর বলিস না ।


ওরে ও-পাড়ার কমলা
প্রেমের রোগ বুঝিস না ,
তোর প্রেমেতে দিশেহারা
আর গোঁসা করিস না
আর ইতর বলিস না ।


পি. কে. মণ্ডল
২৬০৩২০২১