ভাষার ডাক


মায়ের ভাষায় হাসতে দিও, কাঁদতে দিও
দিও মনের কথা বলতে
ঘুমের মাঝে স্বপ্ন দিও, খুশি দিও
দিও ভিড়ের ভিতর চলতে ।


জ্ঞানের ভাষায় শিখতে দিও, বাঁচতে দিও
দিও ভালোবাসার স্পর্শ
জীবন দ্বারে আলো দিও, দিশা দিও
দিও সম্প্রীতির উৎকর্ষ ।


প্রাণের ভাষায় ছন্দ দিও, গাইতে দিও
দিও অমৃতময় বাণী
হৃদয়ের সুরে চেতন দিও, বোধ দিও
দিও সৃষ্টির কলমখানি ।


মায়ের ভাষায় শক্তি দিও, শোভন দিও
দিও ভাষার ডাক চিরন্তন
ভাষার দ্বন্দ্বে শান্তি দিও, ঐক্য দিও
দিও একাত্মতার বন্ধন ।
(২১/০২/২০২৪)