আরে আরে হচ্ছেটা কী !
মহামারী চলছে ,
টানাটানি করো কেন ?
মহারানী বলছে ।


চুরি করে ধরা পড়ে
ঠেলাঠেলি করছে ,
একে ছেড়ে ওকে ধরে
বিরূপতা চলছে ।


চোরের মায়ের বড় গলা
লোকে তাইতো জানতো !
চুরি জিনিস ধরা গেলে
চোর বলেই তো মানত ।


চোর চেনাটা বড্ড কঠিন
মুখে ভদ্র গালি ,
একসময়ে চোরের মুখে
মাখাতো চুনকালি ।


চুরি চুরি খেলা ছিল
নারদার অফিসে ,
আনাকানি দিয়ে যেতো
ঘুষ খেকো পুলিশে ।


চোরদের ছিল চারিদিকে
হুঁশিয়ার পাহারা ,
মাঝে মাঝে ঠেলা দিতো
সিবিআই কর্তারা ।


আড়ি পেতে ছিল তারা
সুযোগের আড়ালে ,
কারাগারে পুরে দেবে
মুণ্ডুটা বাড়ালে ।


সাধু-চোর যত আছো আজ
পা ফেলো সাবধানে ,
হামাগুড়ি খেতে হবে
আইনের বিধানে ।


নেতার শক্তি গ্যাঁটে টাকা
থাকে যদি প্রচুর !
ফিতে বাঁধা চোখে তখন
চুরি ! সেতো আমচুর !


১৭/০৫/২০২১