রঙের ছোঁয়া জাগায় সাড়া
বসন্ত উৎসবে ,
হিমেল হাওয়া পাগলপাড়া
হৃদয় অনুভবে ।


কচি প্রেমে হলুদ খেতে
মিষ্টি রোদের প্লাবন ,
পাশাপাশি যেতে যেতে
অঙ্গীকার আজীবন ।


অশোক, শিমুল, কৃষ্ণচূড়া
পলাশ বনে আগুন ,
আবীর রঙে রঙিন ধরা
আবাহনে ফাগুন ।


মুঠি ভরে খুশি নিয়ে
কাটুক হাসি মুখে ,
প্রেম প্রীতি ছড়িয়ে দিয়ে
থাকুক শান্তি সুখে ।


রাধা কৃষ্ণ প্রেমে দোলে
থাক না বেঁচে অনন্ত ,
বয়স বাড়ে দোলে দোলে
দোল তবুও বসন্ত ।


পি. কে. মণ্ডল