দ্যাখো এখনো সময় আছে
  মিথ্যা প্রতিশ্রুতির মূলে
  জোর আঘাত হানার ।
  ভাষার গঠনবিন্যাসে
  অসভ্যের বর্বরতা
  নবপ্রজন্মের কাছে
  নীল নীতির বিমর্ষতা ।


  দ্যাখো এখনো সময় আছে
  আদিম যুগের পুনশ্চে
  বিপথগামী যুবসমাজের
  সৃষ্টির আলোকে প্রত্যাবর্তন ।
  অসহায়তার সুযোগে
  নর পিশাচদের শেন দৃষ্টি
  অর্থ লোলুপতায়
  ন্যায় বিচার সমাধিস্থ ।


  দ্যাখো অবশেষ সময়ে
  অশুভ হুজুগে হুঙ্কার
  ধ্বনিত হয় দিকে দিকে
  আবেগী মনের গহ্বরে ।
  অলীক অবাস্তবে
  নির্লজ্জ প্রহসনে
  গাছে চড়িয়ে
  মই রাখে নামিয়ে
  সংকটে তাই জনগন ।


  দ্যাখো নিজের চোখে
  অজুহাতে ভোগের বিলাসিতায়
  দিশাহীন অসুস্থ গণতন্ত্র ।
  অস্থির বিপন্নতায়
  উদ্ভ্রান্ত বেকারত্বের অনলে
  জীবন সঁপে ভণ্ডদের হাতে
  ইতিহাসের পাতায় লাশ হয়ে
  নিজেকে পাওয়ার
  ভ্রান্ত আকুলতা ।


  দ্যাখো সময়ের চেতনায়
  সৈরাতন্ত্রের গোপনীয়তা
  স্বাধীনতার স্বপ্নে
  বার বার হেনেছে আঘাত ।
  শান্তির পীঠস্থানে
  সাম্যের নড়বড়ে শরীর
  হিংসার কষাঘাতে
  লাঞ্ছনায় জর্জরিত সত্যতা
  আর পোড়া বারুদের গন্ধে
  উন্মাদ মৌতাত ।


  দ্যাখো ঐ গুমোট দিগন্তে
  ক্ষুধার্ত শকুনেরা উত্তেজিত
  উচ্ছিষ্টের রফতানিতে
  কোন এক বেশ্যার দোকানে ।
  ধ্বংসের পথে মানবসত্তা
  ছিঁড়ে খান খান
  সমাজের প্রাচীন শৃঙ্খল
  বিকাশ নিলামে উন্মুখ
  কারবারিদের আস্তানায়
  আর জয়ের ধ্বজা উড়ে
  গণতন্ত্রের বিনাশে ।