ভাবতে পারছি না
  কবিতার জন্যে
  চেতনার গ্রন্থিতে ভোট প্রচারের কদর্য
  অনুভব সব পাঁকের আবর্তে
  বিপন্ন বায়বীয় আবেগ ।


  ভয় পাচ্ছি না
  মৃত্যুর জন্যে
  ছন্নছাড়া ক্রোধে বারুদের গন্ধ
  শব্দ স্ফুলিঙ্গের আহ্বানে
  পুড়ে খাক হোক অমঙ্গল ।


  আগুন চাইছি না
  উন্নতির জন্যে
  সৃষ্টিতে জটিল জটার জটলা
  মুক্তির মানবতার কবরে
  প্রেমহীন নিরাকার হৃদয় ।


  ব্যথা দিচ্ছি না
  জীবনের জন্যে
  গৃহবন্দি স্বার্থপর সংসার আঁচলে
  সংকীর্ণ সম্পর্কের বেড়াজালে
  ক্রোধ সেখানে ঘুমন্ত প্রতিশোধ ।


  সভ্য হচ্ছি না
  সমাজের জন্যে
  ধর্মীয় ক্রোধে মানব প্রেম
  বিষাক্ত বিষে জর্জরিত
  তাই,
  ক্রোধই হোক আমার প্রতিবাদ ।


  ২৭/০৪/২০১৯