একুশে মাতৃভাষা-
তুমি জনম জনম দাসত্ব জীবনের
মুক্তির শ্লোগান
নরকে নিক্ষিপ্ত জ্বলন্ত অনল থেকে
চির অবসান


একুশে মাতৃভাষা-
তুমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের  
প্রথম উদিত  বীজ
গর্বিত বাংলার লাল সবুজ পতাকায়
একটি স্বর্ণালী শীষ


একুশে মাতৃভাষা-
তুমি বাংলার সাহিত্য ভূবণে একমাত্র
চির উজ্জ্বল নক্ষত্র
সকল দেশের সকল বাঙ্গালীর কাছে  
মায়ের মত পবিত্র


একুশে মাতৃভাষা-
তুমি ভাষা সৈনিকদের ত্যাগে অর্জিত
গর্বিত স্বর্গীয় উপহার
সালাম বরকত রফিক শফিউর এবং  
জব্বারের স্মৃতির মিনার


একুশে মাতৃভাষা-
তুমি আর্ন্তজাতিক স্মরণীয়-বরনীয় ও  
করণীয় একটি অধ্যায়
মাতৃভাষার তরে বিশ্ব মানচিত্রে আজ
বাংলাদেশের অভ্যুদয়।


২০ ফেব্রুয়ারী, ২০২৪
রামপুরা,ঢাকা ।