গরমকে সেদিন বলছি ডেকে
তোমার কি নাই শরম
তোমার জন্য সৃষ্টি জগতের
আজ অবস্থা চরম


মুসল্লীরা মাঠে ঘাটে হাত পেতে
করছে কত ফরিয়াদ
কত কবি সাহিত্যিক গল্প কবিতা
লিখছে দিন রাত


তবুও তোমার স্বভাব হইল না ভাই
একটু নরম
বরং দিনে দিনে এক ডিগ্রী করে
বাড়ছে গরম


এবার গরম আমায় বলল ডেকে
যদি মানুষ হও
বেঈমানদের শাস্তি কেমন হবে
সত্যি করে কও


তোরা খাল খেয়েছো বিল খেয়েছো
খাচ্ছো বনের গাছ
এত কিছুর পরেও হয়না তোদের
কেন শরম লাজ


কালো ধোঁয়া পলিথিনে করছো দুষিত
সেই নির্মল পরিবেশ
তোদের কারণে জীব জানোয়াররা
একের পর এক শেষ


সৃষ্টি হয়ে স্রষ্ঠার সাথে করছো যুদ্ধ  
কেমন তোদের বোধ!
তাইতো, প্রকৃতি এবার গরম দিয়ে
তোদের নিচ্ছে প্রতিশোধ।

২৮ এপ্রিল-২০২৪
রামপুরা,ঢাকা।
01689143270