জীবন কোন ঝরে পরা পাতা নয় যা
জ্বালানীতেই ভষ্ম হয়ে যাবে
সমাজের চারপাশে অবহেলায় পড়ে আছে
সুবিধা বঞ্চিত জীবন
এদের মাঝেও বাস করে আকাঙ্খা নামক
একটি উজ্জ্বল ধ্রুবতারা
অশিক্ষা কুশিক্ষায় এবং পরিচর্যার অভাবে
এ জীবনগুলি সমাজে বোজায় পরিনত হয়


এ সকল জীবনকে মূল্যময় করে তুলতে হবে।
নর্দমা থেকে টেনে আনো সকল জীবনকে
অঙ্গ-প্রতঙ্গ সংযোজন করো জীবনের সাথে
এরাই একদিন সিংহাসনের দিকে উঁকি মারবে
তথনই জীবন পরিপূর্ণতা পাবে,মূল্যায়িত হবে।


রচনাকালঃ ০৯/০৬/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।