মানুষের মত দেখলেও ওরা মানুষ না, মানুষ রুপী
একদল জানোয়ার,সমাজের কীট
সমাজে এমন মানুষের সংখ্যাই এখন বেশি
ওদের কোন কিছুর অভাব নেই
নারী বলো গাড়ী বলো অর্থ কিংবা ক্ষমতা
সব কিছু ওদের নখদর্পনে
চাটুকর এবং চামচারা হরহামেশা ওদের চারপাশে
ছাগলছানার মত ঘুরঘুর করছে
নিজের নাম লিখতে কলম ভাঙ্গে, তবুও ওদের পিছনে
কিছু মানুষ লাইন ধরে, অটোগ্রাফ নেওয়ার জন্য।


এমন সমাজপতিদের জন্য সমাজ আজ খাদের কিনারেে
এজন্য আমরা কিন্তু কম দায়ী না
আমাদের আসকারা পেয়ে পেয়ে ওরা আজ এত বেপরোয়া।


১২ সেপ্টেম্বর-২০২০
রামপুরা,ঢাকা।