এগিয়ে যাও-
বাংলার সকল নারী-মাতা ভগ্নী কন্যা
যাও এগিয়ে প্রাণের প্রিয়তমা সু-বর্না
যেতে হবে এগিয়ে কর শক্তি সঞ্চার
হরিণী নয়, বাঘিনীরুপে মারো হুঙ্কার


কান খুলে শোন-
নারী তোমার চারদিকে অসুরের গর্জন
মানুষ নামের পশুত্বকে কর সমূলে বর্জন
জাতি আর কত দেখবে নারীর রক্তের বর্ষণ
মুখ খোল নিজের জন্য কর হিম্মত অর্জন


বদলে যাও-
নারী তোমাদের কিসে এত ভয় এত ডর
কেন মারছোনা হায়েনার গালে কষে চড়?
তোমাদের পাড়ি দিতে হবে বিপদস্কুল পথ
ওখানেই তোমাদের করতে হবে অসুর বধ


এগিয়ে যাও-
নারী জমিয়ে রেখোনা মনের কোনে ভয়
যুগ যুগ ধরে সময়ের করেছো অপচয়
সামনে আসে যদি আসুক শত মহাপ্রলয়
সব বাঁধা পেরিয়ে আনতে হবে নারীর জয়।


রচনাকালঃ ৯/৯/২০২৩
স্থানঃ রামপুরা,ঢাকা।