রংধনু-
জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত সাত রঙ্গে রঙ্গীন
তার কোন কামনা বাসনা নেই
রং দিয়ে যার সৃষ্টি তার রঙ্গের চাহিদা নেই


মানুষ-
নিত্য নতুন নতুন রঙ্গে রঙ্গীন হতে চায়
যে মানুষের জন্মই হয়েছে মৃত্যুর জন্য
সে মানুষের মনে এত রং আসে কিভাবে?


সময় বড় নিষ্ঠুর!
এক সময়ের রং ছড়ানো মানুষগুলো আজ উধাও
আজকে যারা দম্ভভরে পৃথিবীতে রং ছড়াচ্ছে
কালকে হয়ত তাদের নাম গন্ধ থাকবে না


মনে রেখো-
অতিরিক্ত সবময় সবার জন্য বিরক্ত
সৃষ্টি ও স্রষ্ঠাকে সন্মান কর
তুমি মানুষ, মানুষই থেকো, রংধনু সেজো না।


২৪ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।