জ্বলছে আগুন জ্বলবে
জ্বালাও পোড়াও
গণতন্ত্রের বিরুদ্ধে যে বলবে


চলছে চলবে আন্দোলন
ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও
ক্ষমতার অস্ফালন


সেদিন ছিল- ২৮ ফেব্রুয়ারি,
খ্রষ্টাব্দীয় ১৯৮৪ সাল
মিছিল মিটিং এ ঢাকা নগরী উত্তাল
সরকারের গদি টালমাটাল


সরকার ছাত্র আন্দোলন দমাতে
পুলিশ বাহিনী দিল লেলিয়ে
অটল ছিল ছাত্র সংগ্রাম পরিষদ  
যাইনি কেউ মিছিল থেকে পালিয়ে


ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে মিছিল যখন
ফুলবাড়িয়া-গুলিস্থান
ঘাতক পুলিশের ট্রাক মিছিলের উপর
নিল বেপরোয়া অবস্থান


গাড়ী চাপায় ঘটনাস্থলে শহীদ হল
ছাত্র নেতা সেলিম-দেলোয়ার
সেদিন রাজপথে গণতন্ত্রের বীজ বুনে
খুলে দিল গণতন্ত্রের রুদ্ধদ্বার


গণতন্ত্রের লড়াইয়ে ওরা বুক পেতে
মৃত্যুকে করল আলিঙ্গন
কি পেল গণতন্ত্রের এই মানষ পুত্রের
পরিবার পরিজন


জাতি আর কতকাল বইবে শহীদের
এই রক্তের ঋণ
চিরদিন বীরের মর্যাদায় থাকুক ওরা
থাকুক অ-মলিন।


২৪/২/২০২৩
রামপুরা,ঢাকা।