বিন্দু বিন্দু করে পোশাক শিল্পে যে সকল শিল্পীরা
দিয়ে গেছে প্রাণ
সেসব শিল্পীদের রক্ত ঘামে তোমরা শিল্পপতিরা
আজ সমাজে মহান


শিল্পের প্রতিটি দেয়াল থেকে নাকে আসে শ্রমিকের  
রক্ত মাংসের ঘ্রাণ
শিল্পীদের হাতের যাদুতে মালিকের ডিঙ্গি নৌকা এখন  
মহাকাশের নভোযান


শ্রমিকের নুন আনতে পান্তা ফুরোয়, ক্ষুধায় কাতরায়  
পরিবার পরিজন
শ্রমিকের ঘারে পা রেখে ওদের টাকায় তোমরা করছো
দেশ বিদেশ ভ্রমন


শিল্পীদের সেলাইয়ের ভাঁজে ভাঁজে কান্নার আওয়াজে
আকাশ বাতাস ভারী
চোখ থাকিতেও অন্ধ মালিক, দেখিয়াও দেখে না ওরা
শ্রমিকদের আহাজারী


যাদের উছিলায় তোমরা আজ শিল্পপতি, দেশ বিদেশে  
কুড়িয়াছো শীর্ষ  সন্মান
শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক দিতে তোমরা বারবার করছো
নিজেকে কসাই প্রমাণ!


সময়কালঃ ১০/১২/২০২১
স্থানঃ রামপুরা, ঢাকা।