ও আমার পথের পথিক
চেয়ে আছি তোমারিই আশায়,
ভালবেসে হারিয়ে আপন সত্তা
কবে তুমি দেখিবে আমায়?
ভালবাসা জমা চোখে
মুখ ফিরিয়ে মোর দিকে,
কবে তুমি বলিবে আমায়
ওগো সখা আমিও যে তোমারই মতো
ভালবাসি তোমায়।
আমি ভালবেসেছি তোমায়
কোনও কারন ছাড়াই,
না!! ছিল একটি কারন
মন সুখে দেখিব তোমায়
চেয়ে শুধুু তোমারই দিকে,
আমি দেখিব তোমায়।
ওই যে তোমার ঢেউ খেলানো চুল
যেন বয়ে যাওয়া পাহাড়ি নদী,
দেখে তোমার ঐ কাজল টানা চোখে
পাগল মন মোরে ভাবিয়া তোলে,
যেন বৈকালের ঐ আকাশে রবি গেছে ঢলে।
পেরিয়ে যাওয়া দিনের শেষে
যখন তুমি ডাকিবে আমায়,
ঘুমিয়ে ভাবিব আমি
এসেছ যে তুমি আমারই কাছে।
আধ-ঘুমে আধ-জেগে
খুলিব চোখ যখন,
দেখিব,নেই কেউ তোমারই মতো,আর,
নেই আমি আমারই মাঝে।
চারিদিকে চেয়ে,সবই কিছু ভুলে
আমি ভালবেসেছি তোমায়,
মোর ঘুম ভাঙানি স্বপনে
শুধু তোমারে পাওয়ার আশায়।