জানি না কেন বারে বারে, পড়িতেছে মনে তোমায়!
এমন তো কথা ছিল না,
ভুলিয়া যাইবে তুমি,শুধু রাখিব মনে আমি।
সুখেতে আছ তুমি ভাবিয়া এই,
হাসিয়া একটু আমি,ভাবি,
কত দিনই বা হাসিব এই ভাবে?
আছে মোর এক মন তোমারই মতন
চাহিছে বাসিতে কারে ভালো।
হয়তো কোনও এক দিন তোমারই মতোই
হবে কারও সাথে দেখা!
হলে দেখা তারি সাথে,
মনেতে জাগিবে নতুন আশা,
আমি তোমারই মতোই,ভুলিব তোমায় সখা।
হলে পথে দেখা,দেখিয়াও যেন দেখিবে না,
তুমি করিয়া এমন ভান,পাশ কাটিয়া গেলে,
আমি তখনও,থাকিব চেয়ে আশায়,
তুমি পিছন ফিরে,লজ্জিত-ভেজা চোখে,
একটি বারও দেখিবে আমায়।
                                                              (প্রেমেশ )