ধরিয়াও যেন ধরিনি তোমারে
কাছে পাইয়েও যেন পাইনি তোমারে,
হে মায়াবী কী মায়ার বাঁধনেই না বাঁধিলে আমায়!!
বুঝিতে যে আমি চাইনি আগে
কোনও সাধারণ যে নও তুমি,
কীভাবেই বা বুঝিব বল?
আবেগের বশে, মোহের বশে
মত্ত ছিলেম আমি,
তোমারে পাওয়ার আশঙ্কায়।
চাহিলে যাইতে তুমি
বাঁধনে বাঁধিয়া রাখিলেম, তোমায়
দিইনি যেতে আমি।
আছে কী সেই শক্তি,রাখিয়া তোমারে ধরে?
করিয়া আবদ্ধ,মোর চঞ্চলা হৃদয় ঘরে।
পরীর মতো রূপ, আর ঢেউ খেলানো চুল
কোনও এক মায়াবী সমান তুমি,
তাই,গেছ যে তুমি চলে
সব মায়ার বাঁধন ফেলে,
ঘুম ভাঙিল তখন মোর
কাটিল দিবানিশা ধরা দিয়েও দাওনি ধরা তুমি আমায়।