চিরদিন কারও সমান যায় না
প্রকৃতি সকলকে সব অনুভূতির স্বাদটা
কিছুটা হলেও দিতে মগ্ন থাকে।
তবুও দিনশেষে ভীষণ অন্ধকারে আচ্ছন্ন
সবার হৃদয় পুঁজে ভরা মস্তিষ্ক
দুদন্ড হিংসা উগ্রে দিতে ব্যস্ত সবাই।
নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণে ব্যাতিব্যান্ত
পিপীলিকার মত গিজগিজ করে
তীব্র ঘৃণার ছোঁবলের ফণা।
ভেবে নিলে শেষ হয়ে গেল এত সহজে!
সাগরেদ মাত্র তো শুরু অবাক হবার
ঘুরেফিরে দিনের শেষে ব্যাস্ত হবে আবার।
সময়মত হাত বাড়ালে তাচ্ছিল্য তোমায়
ধরবে জেঁকেঁ পড়বে মনে পুরোন শিঁকে
সেদিন অনুভূতিগুলো তীব্রবেগে নাড়া দেবে
প্রকৃতি তাই স্বভাবতই নিজের জালে বদলা নেবে।