জীবনের প্রকৃত মানের অন্বেষনে
বহুকাল ছুটলাম হন্নে হয়ে,
দিনশেষে যোগ বিয়োগের হিসাব নিকাশে আত্মতৃপ্তির ভাগফল গেলাম কষে।
অর্জনের পাল্লা ভারী করাতেই জীবনের প্রকৃত স্বাদটা বোধহয় লুকিয়ে নেই,
নিজের লক্ষ্য অর্জনেই
তাই ব্যাতিব্যাস্ত সারাটা সময়।
হয়তোবা দিনশেষে হব ভীষন ব্যর্থ
নাহয় গলাায় পড়ব বিজয়মাল্য,
বাণী উগড়ে দেয়া আজ ভীষণ সহজ
কিন্তু নিজের স্বপ্নজূড়ায় গমনটা ভীষণ এবড়োথেবড়ো।
তারপরও ছুটে চলব এই পিচঢালা রাজপথে
যেমনভাবে চাতক পাখি তাকিয়ে থাকে জলের আশে
স্বপ্ন কি আদৌ পূরন হবে যুদ্ধশেষে?
নাকি মাথা নুইয়ে বলব ভীষণ ক্লান্ত বেশে!
ফলাফল যাই হোক না কেন মানব তবে
আত্মতৃপ্তি নিয়ে তবেই থামব শেষে।