আমি শ্রমিক আমি মজুর আমি কামলা খাটি হুজুর
আমি কৃষক আমি চাষা আমি চামার মুচি পাশা,
আমি ঝড় আমি বেগ আমার ঘামের দারুন জেদ
আমি স্রোত আমি বাঁধ আমি সুখ যে করি দান
তবে দিনের শেষে ভুক্তভোগী হয়ে যাই বিলান।
আমার পেশী অনেক বিশাল ঘামের টাকায় গড়া
তোমার গদি ভীষণ নরম তবে কালিমাতে ঘেরা,
আমার পিঠে চাবুক পড়ে মাসের শেষে ভীষণ জোরে
ক খ গ ঘ এর থেকেও দামী তিন বেলাতে আহারখানি
তুমি শোষক আমায় চোষ আমার বুকে লাথি মেরে।
তবুও তুমি ভদ্র মানুষ সমাজছলে উঁচু ফানুস
আমি শুধু ডুবেই মরি পেটের অন্ন খুঁজেই ফিরি
ভাল থাকুক শ্রমিক মজুর নিচের তলার তারা।
এ কামনায় প্রার্থনাতে আমি সদাই আত্মহারা
আমি সদাই আত্মহারা।