পৃথিবীর তরে আমি কিইবা দিলেম
এতগুলো বসন্ত পেরিয়ে?
নিজের জন্য কতটুকুই বা সঞ্চয়?
আপন কর্ম দোষে।
আমি ঝড়, ঝঞ্ঝা, বালুকণা পেরিয়ে
কিছু কি অর্জন করেছি!
পাওয়া না পাওয়ার হিসেব কষতে কষতে
বারবার ভেবে মরেছি।
যাত্রাপথে হোঁচট খেয়ে,
ঠিক যতবারই উঠে দাঁড়ালাম
শৃঙ্খল আমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে
দিয়েছে তাচ্ছিল্যের লাল সালাম।
আমি কি কবি নাকি কবিতা?
নাকি বাষ্প বিষের ভণিতা?
আমি কি ছবি নাকি চলচ্চিত্র?
নাকি নষ্ট রীলের বর্জ্য?
আমি বিদ্বেষ, আমি হিংসা
আমি জরাজীর্ন বাণীর ঈর্ষা।
আমি আলো, আমি পথিক
আমি নভোচারী এক জ্যোতিষ।
কোথায় তবে লক্ষ্য আমার?
কিসে পাব মুক্তি!
কিসের আশায় হন্য হয়ে
পরশ পাথরের পানে ছুটছি!
তবে কি আমি হেরে যাব?
চিরদিনের মত।
নাকি গর্জে উঠে বিজয়মাল্য
পড়ব অবিরত।
কিছু প্রশ্ন কিছু আশা
কিছু রঙিন স্বপ্নের ভাষা,
মম আলো তবে জ্বালো
কেন হতাশ মিছে কালো?