হারানো পথের ঠিকানা খুঁজি আমি,
সেই পথ যে পথে কোন
ক্যালেন্ডারের লাল কাল অক্ষরগুলো
ছোবল মারেনা কাল গোখরোর মত।
যা দেখি তাই লাগে ভাল
কৌতুহলে হারাই নিজেকে,অজানার মাঝে।
প্রতিটা ক্ষন যেন প্রতিটা বছর হয়ে
তৈরি হয় নতুন ক্যালেন্ডারের পাতা।
আজ একি সময় এল ফিরে
নিজেকে পাইনা আর নিজের মাঝে খোঁজে।
আমি যে আমার নেই আর
যা আছে তা অস্তত্বই শুধু।
আমার চিন্তা ভাবনার শিকড়ে
আমি ই আমার আদম পিতা,
আমার হারানো পথের ইতিহাস।
আর যা আছে তা বর্তমান,
নষ্ট হৃদয়ে বাঁসি ফুলের মালা।
রোদেলা দুপুরে শঙ্কচিলের ছায়া
যখন খোলা মাঠে ছুটে বেড়ায়
তখনো আমি আমাকে খুঁজি
কঙ্কালের কাঠামোয় প্রাণ খোঁজার মত
হায়রে ছেলেবেলা।
   ...........:...................
..:.........