আমি তোমার চোখে তাকাতে পারিনা,


আমার চোখের স্বাধীনতা কেড়ে নিয়েছে কবে


শকুনের ঠোঁট ।



তুমি কাঁদ পথের ধুলোয় ভিখেরীর সাথে ।


তোমার গাঁয়ে বমির প্যাকেট ফেলে ছ'চাকায়;


নিশ্চিন্তে চলে যায় ধোঁয়ায় ঠোঁটকাল বাসের হেলপার ।



আগে রক্ত দেখলে দাম চাইতাম নিষ্টুরতার,


এখন আমার বুকের রক্ত ঝরলেও তাকিয়ে দেখিনা


নিজের কঙ্কালের কাঠামোয় গড়া বৃক্ষসম দেহে ।



তুমি পড়ে থাক পথের ধুলোয় আরআমি রাজনীতির


তাই তোমার মত আমিও অসহায় ।


ভিক্ষুক নই তবে আমিও অন্ধ বধির এক।