সময়ের সাথে সাথে থমকে যেত যদি পৃথিবী ,


সেই থমকে যাওয়া সময় হাতড়িয়ে একা,


ডুবুরির মত গভীর নীলসমুদ্র হতে
খুঁজে নিতাম ঝিনুকের দামি মুক্তো ।


আমার ছোঁয়ায় সেই মুক্তোর গায়ে


লিখা হত পৃথীবির শ্রেষ্ঠ বাসনার গান;


যে বাসনায় আদম থেকে জীয়ন্ত আমি ।


যে বাসনায় নিশ্চিত মৃত্যুকে জেনে কঠিন,


উড়তে উড়তে তৃপ্ত দেহ নিয়ে


পড়ে থাকে ঘাসে মৃত এক মৌমাছি পুরুষ ।