নিরব রাত চার দিকে অন্ধকারে  ছেয়েগেছে
অাজ যাচ্ছে না দেখা কোন চাঁদ ও তাঁরা।
আমি একাকি বসে আছি এক ছাদের উপর
মনে হচ্ছে অন্ধকারের রাজত্বে আমি একা।
বাদুরের ঝাপটানো পাখার শব্দ ভেসে আসচ্ছে আমার কানে।
ঘুম ঘুম চোখে ভেষে আচ্ছে আপসা আপসা ছবি
মনে হচ্ছে আমি ভেসে জাচ্ছি অজানা কোন রাজ্যে।
কি যেন এক মায়াবিনি টানে মন হরন করে নিল আমাকে।
হঠ‌াৎ যেন দেখতে পেলাম কাকে?
আমি চেষ্টা করছি যেতে তার কাছে
কে যেন টানছে মোরে পাড়ছিনা যেতে।
মায়াবিনি হাত ছানি দিয়ে ডাকে-
বলে তুই চলে আই সব কিছু ফেলে।
আমি পাগল হয়ে ছুটে যাচ্ছি তার কাছে
কে সে- কে সে ?
কেন বার বার আমাকে ডাকে।


        (আংশিক)