বাংলা আজ হারিয়েছে হাল- নাই তার কোন পাল,
এখনি বুঝি পড়বে ঝড়ে -ডুবে মরবে সব।
বাঁচাবে কে এই বাংলারে? কে আছ বিরবল?
ছিল জারা তারা হয়েছে শহীদ রয়েছে অমর।
আজ নেই কি কোন বির যে ধরবে এ হাল?
আজ আছে শুধু লোভি কিছু দল
জারা পারে করতে টাকার কারনে সব।
তারা ভাঙ্গছে এ দেশ হয়ে আচ্ছে তুফান
গ‌্রাস করছে গরিব মানুষ , হচ্ছে কটি বান।
বাঁচাবে কে - বাঁচাবে কে?
জিঙ্গাসা করি পতিজন জন,
তাহলে কি আমার বাংলা ডুববে পুরো জলে?
জাগো আজ জাগো ওগো বাংলার সন্তান
ধর হাল কর রক্ষা এ ভূমিকম্পন।
তাছারা যে মরে যাবে সব, হয়ে যাবে অন্ধময়
নিশির মত অন্ধকারে রয়ে যাবে চিরকাল।
জাগবে না কি কেউ? আজ বাঁচাতে বাংলার মাল?
জাগো ওগো জাগো আজ বাংলার সর্ব স্তর ।।