একটা যুদ্ধের মুক্তি হয়েছে,
মানুষগুলো আজও পরাধীন।
আমি কার কে আমার অধীন?


সেই কবেই হয়েছি খুন!
৭১ কিংবা ৫২,
আমি ছুটেই লোপাট-
কিছুটা মনঃক্ষুণ্ণ।


চুক্তির পথে অন্ন-ভিন্ন যুক্তির,
সব কিছুই শেষ-
মাটিতে শরীর মিশেছে মুক্তির।
হাড়গুলো হয়েছে ক্ষয়,
কথিত স্বস্তি, নমুনার জয়।


বিজয় সে-তো বহুকাল!
তবু রক্ত কেনো আজও লাল?
আজও কেনো লাশের রক্তে বিষ!


যদি মরা-প্রাণ জাগে আবারো-
যদি বৈকালে শৈবাল ছুঁয়ে যায়!
যদি যুদ্ধ হয় গহীন?
তবে কে হবে স্বাধীন?
তবে কি আমার পরিচয়?
আমি কার? কে আমার অধীন?