নব যৌবনের উত্তাপে
             মনে বসন্তের আগমন
হৃদয়ে জাগে হাহাকার
             কে করিবে অর্ঘ নিবেদন।


শয়নে স্বপনে আজি
              খোঁজে আঁখি তাহারে
একটু সুখের পরশে
               জুড়াতে  মন আহারে।


রাতের আঁধারে বসি
                ভাবনার জাল বুনি
তারই প্রতিক্ষায় যেন
               দিবস রজনী গুনি।


চমকিয়া উঠে মন
             আসিলে ভ্রমণ কাননে
হৃদয়ের গহীনে অনল
            জ্বলে উঠে ক্ষণে ক্ষণে।


ফুলে বসিলে অলি
            নিয়ে প্রণয়ের আবেদন
দখিনা বাতাস নিরবে
            হৃদয়ে জাগায় শিহরণ।


তারই বিরহে কাতর
               বিষণ্ণতা ছুয়ে যায়
জীবন তরী আজি
             ভাসে অকুল দরিয়ায়।


হৃদয় কাননে পাখি
            দিবানিশি ডেকে যায়
অষ্টম প্রহর কাটে
            শুধু তারই প্রতিক্ষায়।  


...................…...........................
নিজবাড়ি,টাংগাইল
১২এপ্রিল,২০২০