তুমি যে মম হৃদয়ের সুখ নিত্য প্রহর সখা
অন্তরাত্ম মেলিয়া ধরিয়া করিও তুমি দেখা
ডাকিলে ভোরের বিহঙ্গ মৃদু মধুর কলরবে
ভাবিও তুমি এসেছি আমি প্রকৃতির অবয়বে
হাসিলে তব মন সহসা অকারণ নিরবতা ভাঙ্গিয়ে
ঐ হাসিতে আমিই এসেছি সুখের মাতম বাজিয়ে


বর্ষার বাদলে নিজেকে তুমি রাঙিও দু'হাত মেলে
অনুভবে আমি শিহরিত হবো হৃদয় গহীন অতলে
বাতায়ন খুলে রেখো সখা জাগিলে নিশির শশী
অপর প্রান্তে দাড়িয়ে আমি লিখছি তোমার খুশি
যদি দেখো কোনো বিকেলে গোধূলির আলো ম্লান
তবে তোমার বিরহে হৃদয়ে বইছে বিষণ্ণতার তুফান
যদি দেখো অঝরে ঝরছে শ্রাবণের অভিমানী মেঘ
পারলে স্পর্শ করিও প্রিয় ওটা যে আমারই আবেগ।