বন্ধু মানেই তুই আমি-আমি তোর
সযত্নে আপন হওয়া নই কেহ পর,
বন্ধু মানেই এক অনুভূতি নিরন্তর
দু'টি পাখি এক বৃন্তে বাঁধা অন্তর।


বন্ধু মানেই শৈশবে লুকোচুরি খেলা
তোকে ছাড়া বোরিং কাটেনা বেলা,
বন্ধু মানেই  কখনো একটু মারামারি
কিন্তু পরক্ষণেই কান ধরে বলা সরি।


বন্ধু মানেই কৈশোরের সেরা দুষ্টুমি
তোর বাবা-মায়ের গোয়েন্দাও আমি,
বন্ধু মানেই অনেকটা ভাইয়ের শাসন
যার কাছে সিগ্রেট লুকানো বারণ।


বন্ধু মানেই যৌবনের সেরা শয়তানি
তোর সব বিষয়েই কথা বলতে জানি,
বন্ধু মানেই বিপদে পাশে থাকা সর্বক্ষণ
আরে কোনো ব্যাপার না,নো টেনশন!


বন্ধু মানেই বার্ধক্যে ভরসা দিয়ে চলা
তোর দুঃখ-ব্যথাগুলো আমাকে বলা,
চশমার আড়ালে দু'ফোটা নোনাজল
কাঁধে হাত রাখা,শান্তনার আশ্রয়স্থল।


বন্ধু মানেই শোন এখানে কৃত্রিমতা বারণ
সবচেয়ে মধুর সম্পর্ক প্রীতি ও আচরণ,
বন্ধু মানে বয়স ভেদে অনুভূতি পরিবর্তন
বিপদের সাথি,স্বপ্ন-সারথি,সহায় চিরন্তন



-০৭জুলাই, ২০২০
নিজ বাড়ি