বসন্ত কি এসেছে?
         হ্যাঁ প্রকৃতিও সেজেছে।
হয়নি কোনো ভুল
         কাননে ফুটিয়াছে ফুল।
ডাকিছে শত পাখি
         মেলে দেখো দুটি আঁখি!
ধরনী আজ বড় খুশি
         চারদিকে মুখরিত হাসি
দেখো আনন্দ উৎল্লাসে
         নবনয়া জীবন প্রয়াসে।
কহিতেছে সে  ডাকি
         খুলো তবো মুদিত আঁখি
বসি দখিনা দুয়ারে
         স্বপ্ন জাল বুনিছে আহারে।
যেনো শিমুলের ডালে
         রক্তিম প্রদীপ জ্বেলে!
দেখো নৈবেদ্য সাজি
         বিহঙ্গ ডাকিছে আজি।
জাগো তুমি পাঞ্জরি
         আনিয়াছি দুর্বা মুঞ্জুরি
প্রকৃতি আজি রাজি
          দেখিয়াছি গুনে পাজি।
সাজো বরণ ডালা
          গাছিয়াছি পুষ্পমালা।
পূর্ণ হইয়াছে তিথি
          হোক তবে বসন্ত আরতি!