চন্দ্র কি আদৌ জানে?
পৃথিবী  কতটা মমতায় তারে কাছে টানে
রাগে অনুরাগে আবেগে অভিমানে!


বিরান রজনীর আঁধার অঙ্গনে
পৃথিবী সহস্র আয়োজনে
চন্দ্রের প্রতীক্ষায় প্রহর গুনে।


চন্দ্র উদিত হয় দূর  আকাশে
শুভ্রতা বিলায় মৌনতা আভাসে
অবুঝ পৃথিবী অভিমানে ভাসে


চন্দ্র মৃদু হাসে, নিরব রয়
পৃথিবীর হৃদয়ে উত্তাল তরঙ্গ বয়
ভাটা আসে সমুদ্রের নীল জলে
পৃথিবী হারায় বেদনার অতলে!


চন্দ্র কেবলই মৌনতার আলিঙ্গনে
জোৎসনা ছড়িয়ে যায় পৃথিবীর জমিনে
চন্দ্রের এহেন মৌন ভাব
পৃথিবীর বুকে জাগায় শূন্যতা-অভাব!