১.


ওগো তুমি শুনছো?
--হুম, কী যেন বলছো!
বলছিলাম কফি খাবে?
--বুঝি তুমি করে দিবে!
আচ্ছা, এক্ষুনি দিচ্ছি।
--বায়নার গন্ধ পাচ্ছি
চলোনা শপিংয়ে যাই
--হাতে টাকা নাই
সেদিন বেতন পেলে
--বাপের বাড়ি গেলে।
কথাটা কিভাবে বললে!
--তুমি যেভাবে নিলে
তাই এত বড় কথা!
--লেগেছে অনেক ব্যথা!
এ সংসারে আর না
--রোজই তো এক বাহানা।
এবার আর থাকবো না
--তবে আজি চলে যাওনা
হ্যাঁ ; সত্যিই চলে যাবো।
--যাক; তবে রেহাই পাবো
ওমা তাই নাকি!
--আলবাৎ সত্যি বৈকি।
চলে গেলে টের পাবে
--আচ্ছা সে দেখা যাবো।


২.


কই এখনো যাওনি?
--গাড়ি ভাড়াটা দাওনি
পায়ে হেঁটে চলে যাও
--কিছুদূর এগিয়ে দাও!
থাক, আর যেতে হবেনা।
--হারতে আমি রাজি না
হয়েছে নেকামি করো না
--কখনো বুঝতেই পারো না!
শুনো না অ্যা'ম সরি!
--বলো তবে কান ধরি
ওকে নীল শাড়িটা পরো।
--যদি পাড়টা তুমি ধরো!
তবে আদর করে বলো
--ওলে আমাল গুলোমুলো!
সাথে রেশমি চুড়ি
--বলো তবে হাত ধরি!
আগে তো মিষ্টি হাসো
--ঠিক কতোটা ভালোবাসো?
নীল  আকাশের মতো!
--ধ্যাৎ!  বাজে কথা যতো
মিশে আছো নিশ্বাসে!
--আমিও বেঁধেছি বিশ্বাসে।
              #


-০৪ ফেব্রুয়ারি,২০২১
সৃষ্টি কমপ্লেক্স, টাংগাইল