আমি মুসলিম!
আজ আমি লজ্জিত, বড্ডো উপহাসিত
বিবেকের কাছে হীনমন্য দারুণ আহত
আমি কি হৃদয়ে অন্ধত্ব লালন করে চলেছি?
মিথ্যে নয়,আমি নিজের অস্তিত্বই ভুলে গেছি
ভুলে গেছি আমার অতীতের সোনালী ইতিহাস
বদলে অন্তর রাঙিয়েছি জালিমের ভীতি ত্রাস।
ভুলে গেছি অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হতে
জালিমের বিরুদ্ধে তলোয়ারের ছন্দ আঁকতে।
সময়ের বিবর্তনে আজ আমি রাজ্যপাট ভুলে
হয়েছি কাঠের পুতুল-পরাধীন ভৃত্য-পদতলে!
হারিয়েছি বীরত্ব-আত্মবিশ্বাস-সৌর্য-বীর্য-জিদ
আজ স্মৃতিলুপ্ত মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ
আমি আত্নকেন্দ্রীক সংকীর্ণ মানস রাজকুমার
যেথা আমার নবী দিল দরদী ত্যাগী দিপ্ত আঁধার।
যুদ্ধের ময়দানে শত্রুর পা কাঁপে সাহাবিদের হুংকারে
যারা জীবন তরী সঁপে দিয়েও ভাসেনি  অহংকারে
রাত্রি জাগরণে প্রভাত আসিতো আকুল ইবাদতে
অঁশ্রু জলে ভাসিতো জমিন খোদা প্রেম লভিতে।
ভাইয়ের তরে প্রাণ দিতো তারা অকুল অনায়াসে
সত্যের সংগ্রামে লোহিত স্রোতে আত্মত্যাগ হেসে!


আর নয় বৃথা কার্পণ্য
জীবনের বিনিময়ে আজি জীবনকে করো ধন্য
হাতে তুলে নাও মহা-পরাক্রমী সেই তলোয়ার।
তারি তান্ডবে কেঁপে উঠুক জালিমের কারাগার
তাকবীর ধ্বনিতে মাতিয়ে তোলো ঐ সমরাঙ্গন!
ইসরাইলের ধ্বংসলীলায় কর বলিষ্ঠ আন্দোলন
আজ দেখিয়ে দাও ওদের; ইমানি শক্তির ক্ষমতা
বিশ্ব মুসলিম ভ্রাতা গড়ে তোলো ইসলামি একতা।
মসজিদুল আকসাতে আবারো হোক স্বপ্ন দেখা
ফিলিস্তিনের বুকে উদ্ভাসিত হোক শান্তির পতাকা।