মোমের আলোয় ঘরের কোণে
                  বসেছিলাম গভীর রাতে,
জোনাক পোকার গান শোনে
              বেরিয়ে এলাম ওঠান টা-তে।
এসে দেখি, আকাশ পানে
              একি! হাজার তারার মেলা।
তারি মাঝে আধখানা চাঁদ
               করছে কেমন আলোর খেলা!
হঠাৎ দেখি পিছন ফিরে
                 হাসনাহেনা  গুনগুনিয়ে ;
ডাকছে কাছে ধীরে ধীরে
                 হাসছে আঁখি মিটমিটিয়ে।
রাতের রাণী আবেগ ভরে
                 বললো আমায় কানে কানে,
বায়না ধরলো  করুণ সুরে
                  ফুল ফোটাতে গানে গানে।
না পেরে আর সামলাতে
                  যোগ দিলাম আমিও তাতে।
সুর ধরিলাম সেই সুরে
                  গা ভাসালাম গভীর রাতে